ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত অন্তত ৩০

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত অন্তত ৩০ ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়। আহতদের সকলের বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মামুন জানান, এম এম পরিবহনের একটি বাস রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে নগরকান্দার ভবুকদিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মূলত বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনতপুর যাচ্ছিলো। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post